ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় নিহত ২৫
প্রকাশিত : ১১:১১, ২৫ মে ২০১৯ | আপডেট: ১১:৩১, ২৫ মে ২০১৯
ভেনেজুয়েলায় একটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ২৫ জন বন্দি নিহত হয়েছেন। শুক্রবার ভেনেজুয়েলার পোর্টটুগেসা রাজ্যের জেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৪ জন কারারক্ষী আহত হয়েছেন। তবে কী কারণে ওই দাঙ্গার সূত্রপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জানা গেছে, আকারিগুয়া নামের ওই কারাগারের ধারণ ক্ষমতা ২৫০ জনের। কিন্তু বর্তমানে ওই কারাগারে ৫৪০ জন বন্দি ছিলেন।
ভেনেজুয়েলার কারা পর্যবেক্ষক হামবার্তো প্রাডো বলেন, এ সংঘর্ষের ঘটনায় ১৮ জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। এছাড়া কারাগারে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
তিনি জানান, ওই পুলিশ স্টেশন কারাগারের কিছু বন্দি বৃহস্পতিবার কয়েকজন দর্শনার্থীকে জিম্মি করে। পরে স্পেশাল ফোর্সেস (এফএইএস) পুলিশ ওই ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করলে কারাবন্দিদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় কারাগারে সহিংসতার ঘটনা বেড়ে গেছে। গত বছরের মার্চ মাসে, একটি পুলিশ কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৮ জন বন্দি নিহত হয়। এর আগে ২০১৭ সালে ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলে একটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়।
তথ্যসূত্র: বিবিসি
এমএইচ/
আরও পড়ুন