ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ ব্যর্থ হবে: মাহমুদ আব্বাস

প্রকাশিত : ১৪:১৪, ৬ জুন ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ কথিত শান্তি পরিকল্পনা শেষ পর্যন্ত ‘সম্পূর্ণ ব্যর্থ’ হবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।  খবর পার্সটুডের।

বুধবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পশ্চিম তীরের রামাল্লায় প্রয়াত ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের কবর জিয়ারত করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমি আশা করছি আগামী ঈদুল ফিতরের আগেই ফিলিস্তিনি জনগণ তাদের দেশকে ইসরাইলি দখলদারিত্ব থেকে মুক্ত করবে। পূর্ব আল-কুদসকে (জেরুজালেম) রাজধানী করে নিজেদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।

মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনিদের আশা-আকাঙ্ক্ষা ভূলুণ্ঠিত করার লক্ষ্যে তৈরি করা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’সহ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বিজয়ী হবে এবং শেষ পর্যন্ত এই পরিকল্পনা জাহান্নামে নিক্ষিপ্ত হবে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, জনগণের অধিকার চিরতরে নির্মূল করে দেওয়ার লক্ষ্যে আমেরিকা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ বা কথিত ‘শতাব্দির সেরা চুক্তি’ নামক পরিকল্পনা তৈরি করেছে। এটি কখনো ফিলিস্তিনের কল্যাণ বয়ে আনবে না। তবে সৌদি আরবসহ কয়েকটি আরব দেশ এই পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে।

ওই পরিকল্পনায় আল-কুদসকে ইহুদিবাদী ইসরাইলের হাতে ন্যস্ত করার কথা বলা হয়েছে এবং ফিলিস্তিনি শরণার্থীদের মাতৃভূমিতে ফিরে আসার অধিকার চিরতরে খর্ব করা হয়েছে। 

এছাড়াও জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকার যতটুকু অংশে এখন ফিলিস্তিনিরা ঘেরাও হয়ে রয়েছে ততটুকু অংশ নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে।

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি