ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বিশ্বের দুই পরাশক্তির রণতরীতে ধাক্কা লাগার উপক্রম!

প্রকাশিত : ১৭:২৯, ৭ জুন ২০১৯

অল্পের জন্য ধাক্কা থেকে বেঁচে গেছে বিশ্বের দুই বৃহৎ পরাশক্তির রণতরী। ফিলিপাইন সাগরে একটি রুশ ডেস্ট্রয়ারের সঙ্গে যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ক্রুজারের সঙ্গে এই ধাক্কা লাগার উপক্রম হয়েছিল।

শুক্রবার মার্কিন নৌবাহিনী এ তথ্য জানিয়েছে। ঘটনাকে অপেশাদার ও অরক্ষিত বলে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের সপ্তম নৌ বহরের মুখপাত্র কমান্ডার ক্লেয়টন ডোস বলেন, যখন ফিলিপাইন সাগরে তারা কার্যক্রম পরিচালনা করছিলেন, তখন রাশিয়ার ডেস্ট্রয়ার উডালয় আইডিডি৫৭২ মার্কিন ইউএসএস চ্যান্সেলোরসভিলের বিরুদ্ধে অরক্ষিত কৌশল ব্যবহার করেছে।

মার্কিন রণতরী ভয়ঙ্করভাবে কার্যক্রম চালাচ্ছে বলে যে বিবৃতি রাশিয়া দিয়েছে, সেটাকে অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেন এই মার্কিন কমান্ডার।

তিনি বলেন, ইউএসএস চ্যান্সেলোরসভিলের ৫০ থেকে ১০০ ফুটের মধ্যে এসে গিয়েছিল রুশ ডেস্ট্রয়ার।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি