ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যামেরুনে বোকো হারামের হামলায় নিহত ২৪

প্রকাশিত : ১০:৫৩, ১৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ক্যামেরুনের উত্তরাঞ্চলের একটি দ্বীপে জঙ্গি জোষ্ঠী বোকো হারামের হামলায় ১৬ সৈন্যসহ ২৪ জন নিহত হয়েছেন। বুধবার দ্বীপটির চর হ্রদ এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জঙ্গিরা রাজধানী ইয়াওনডে থেকে প্রায় ১০০০ কিলোমিটার উত্তরের ওই দ্বীপটির আটটি সেনা শিবিরে হামলা চালায়।

গত কয়েক বছরের মধ্যে ক্যামেরুনে বোকো হারামের এটি সবচেয়ে বড় হামলা বলে মন্তব্য করেছে দেশটির সামরিক সূত্রগুলো।  

এ সময় কয়েক ঘণ্টা স্থায়ী এক বন্দুকযুদ্ধে বোকো হারামের ৬৪ জঙ্গিও নিহত হয়েছেন বলে ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

দীর্ঘদিন ধরে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে কট্টোর ইসলামি শরিয়া আইনভিত্তিক একটি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছে জঙ্গি গোষ্ঠীটি।

তাদের হামলায় এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। আহত ও বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। সন্ত্রাসী গোষ্ঠীটি প্রায় সময় সীমান্ত পেরিয়ে প্রতিবেশী ক্যামেরুন, নাইজার ও চাদে হামলা চালিয়ে থাকে।

সূত্র: রয়টার্স

আই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি