ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

অবারও অসৌজন্য আচরণে সমালোচনার মুখে ইমরান

প্রকাশিত : ২২:২৩, ১৪ জুন ২০১৯

আবারও সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি আরবের পর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে কূটনৈতিক প্রথা ভাঙার অভিযোগ উঠেছে ইমরানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার থেকে কিরঘিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা ‘এসসিও’ গোষ্ঠীর রাষ্ট্রগুলির শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।

সম্মেলনের উদ্বোধনের সময় শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সমস্ত দেশের প্রতিনিধিরা যখন কূটনৈতিক প্রথা মেনে দাঁড়িয়ে রয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিশ্চিন্তে নিজের আসনে বসে ছিলেন। বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানরা সম্মেলনে একের পর এক সভাকক্ষে প্রবেশের সময় সকলে দাঁড়িয়ে সম্মান জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সভা কক্ষে প্রবেশের পর সোজা গিয়ে নিজের আসনে বসে পড়েন। ইমরান খানের ঠিক পরেই প্রবেশ করেন নরেন্দ্র মোদী। ইমরান খান খুব অল্প সময়ের জন্য শুধু একবার দাঁড়ান, যখন তাঁর নাম সম্বোধন করা হয়।

এ  ঘটনায় ফের সমালোচনা শুরু হয়েছে। সামনে উঠে আসছে মুসলিম সংগঠন ওআইসি-র সম্মেলন চলাকালীন ইমরান খানের সঙ্গে সৌদি আরবের বাদশার সৌজন্য সাক্ষাতের সেই ভিডিও। সৌদি আরবের মক্কায় সম্প্রতি ৫৭টি মুসলিম দেশের সংগঠন ওআইসি’র সম্মেলনে সৌজন্যমূলক সাক্ষাৎ হয় সৌদি আরবের রাজা সালমন বিন আবদুল আজিজ ও ইমরান খানের।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি