ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

প্রথম রাষ্ট্রীয় সফরে উ. কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

প্রকাশিত : ০৮:৪৩, ১৮ জুন ২০১৯

দুইদিনের রাষ্ট্রীয় সফরে আগামী বৃহস্পতিবার উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরে তিনি কোরীয় উপদ্বীপে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে কথা বলবেন। গত ১৪ বছরের মধ্যে এই প্রথম কোনও চীনা প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন।

জাপানে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের এক সপ্তাহ আগে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। জি-২০ শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট শি তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০০৫ সালে চীনের তৎকালীন প্রেসিডেন্ট হু জিনতাও উত্তর কোরিয়া সফর করেন এবং তখন উত্তর কোরিয়ার তৎকালীন নেতা কিমের পিতা কিম জং-ইল তাকে স্বাগত জানান। এরপর থেকে কোনও চীনা প্রেসিডেন্ট পিয়ংইয়ং সফর না করলেও কিম জং-উন চারবার বেইজিং সফর করেন।

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের একাধিক প্রস্তাবে চীন সমর্থন দেয়। এ অবস্থায় দু’দেশের সম্পর্ককে শক্তিশালী করার লক্ষ্যে চীনের প্রেসিডেন্টের এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ‘চীন-উত্তর কোরিয়া সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।’ কিম ও শি’র সর্বশেষ সাক্ষাতে দু’দেশ বেশ কিছু ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছেছে বলেও জানায় সিসিটিভি।

চীনা প্রেসিডেন্ট এমন সময় পিয়ংইয়ং সফরে যাচ্ছেন যখন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দুইবার সাক্ষাৎ হওয়া সত্ত্বেও দু’দেশের সম্পর্কে অচলাবস্থা চলছে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে গত ফেব্রুয়ারিতে ট্রাম্প ও কিমের সর্বশেষ বৈঠক ব্যর্থ হয়।

সূত্র: পার্সটুডে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি