ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ইস্তানবুলের মেয়র নির্বাচনে একেপার্টির হার

প্রকাশিত : ১২:১৫, ২৪ জুন ২০১৯

তুরস্কের ইস্তানবুলের মেয়র নির্বাচনে বিরোধী পার্টি কামাল আতাতুর্কের দল সিএইচপি’র কাছে হেরেছে এরদোগানের ক্ষমতাসীন একে পার্টি।

রোববারের ওই নির্বাচনে সিএইচপি প্রার্থী ইকরাম ইমামুগলোর কাছে প্রায় সাড়ে সাত লাখ ভোটের ব্যবধানে হেরে যায় একে পাটির বিনালি ইয়েলদ্রিম।

তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ৯৯ দশমিক ৩৭ শতাংশ ভোট গণনা হয়েছে। যেখানে ৫৪ দশমিক ০৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ইমামুগলু। আর একে পার্টির প্রার্থী ইলদ্রিম পান ৪৫ দশমিক ০৯ শতাংশ ভোট।

প্রাপ্ত ভোটের ফলাফলে, ইমামুগলু পেয়েছেন ৪৭ লক্ষাধিক ভোট আর ইলদ্রিম পেয়েছেন ৪০ লাখ। উভয়ের ভোটের ব্যবধান সাত লাখের বেশি।

এদিকে, চুড়ান্ত ফল প্রকাশ না হলেও বেসরকারিভাবে নির্বাচিত সিএইচপি প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যাপ এরদোগান।

আর পরাজিত একে পার্টির প্রার্থী বিনালি ইয়েলদ্রিম নতুন মেয়রকে অভিনন্দন জানিয়ে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

নির্বাচিত ইমামুগলু বলেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। গণতন্ত্রের এ ধারা অব্যহত রাখবেন বলে আমি বিশ্বাস করি। এর মধ্য দিয়ে নতুন যাত্রার সূচনা হলো বলেও জানান নতুন মেয়র।

সূত্র: আনাদোলু এজেন্সি

আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি