ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ইরানে ভিসামুক্ত সফরের সুবিধা পাবেন চীনা নাগরিকরা

প্রকাশিত : ০৮:৪৭, ১ জুলাই ২০১৯

ইরান সফরের ক্ষেত্রে চীনা পর্যটকদেরকে ভিসা সংক্রান্ত আর কোনও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে না। ফলে ভিসা ছাড়াই ইরানে সফর করার সুবিধা পাবেন চীনের নাগরিকরা। এ বিষয়ে ইরান সরকার নতুন একটি আইন পাস করেছে।

ইরানের প্রেসিডেন্টের দফতরের জনসংযোগ কার্যালয় এক রিপোর্টে জানিয়েছে, গত ২৩ জুন ইরানি মন্ত্রিসভা এ আইন পাস করে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থাগুলোর পক্ষ থেকে সরকারকে এ বিষয়ে পরামর্শ দেয়া হয়েছিল। সরকার বিষয়টি বিবেচনায় নিয়েছে। ভিসামুক্ত সুবিধা দেয়ার পর ধারণা করা হচ্ছে- ইরানে চীনা ব্যবসায়ী ও পর্যটকের সংখ্যা অনেক বেড়ে যাবে।

সূত্র: পার্সটুডে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি