ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৩

প্রকাশিত : ১২:৪১, ১ জুলাই ২০১৯

জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় পাহাড় থেকে বাস খাদে পড়ে ৩৩ জনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।

সোমবার সকালে জেলার সিরগরিতে এ দুর্ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনাটি ঘটেছে ডোডা পার্বত্য এলাকায়, রাস্তার অবস্থা ছিল খুব খারাপ, সেইসঙ্গে বাসটি খুবই দ্রুত আসছিল এবং যাত্রী সংখ্যাও ছিল খুব বেশি।  

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, যাত্রীবোঝাই বাসটি কেশওয়ান থেকে কিশতওয়ারে যাচ্ছিল। সিরগরিতে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

জম্মুর পুলিশ ইনস্পেক্টর এম কে সিনহা জানান, যুদ্ধকালীন পরিস্থিতে চলছে উদ্ধারকাজ। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

এই ঘটনায় শোকবার্তা জানিয়ে টুইট করেছেন জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদ্দুলা। সেখানে মৃতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে৷

এর আগে গত বৃহস্পতিবার এই রকম এক বাস দুর্ঘটনায় প্রাণ হারায় ১১ জন শিক্ষার্থী। তারপর থেকে এই এলাকায় সমস্ত ধরনের প্যাকেজ ট্যুর বন্ধ করে দেওয়া হয়েছে। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি