ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

তিউনিসিয়ায় নৌকাডুবি, নিখোঁজ ৮০

প্রকাশিত : ০৮:৩৬, ৫ জুলাই ২০১৯ | আপডেট: ১১:৫৩, ৫ জুলাই ২০১৯

তিউনিসিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৮০ জন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার নৌকাটি জার্সিস শহরের কাছে ডুবে যায়। বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

স্থানীয়রা জানায়, ডুবন্ত নৌকা দেখে তিউনিসিয়ার জেলেরা চারজনকে উদ্ধার করে। তবে বাকি আরোহীদের কোনও হদিস পায়নি তারা। জীবিত তিনজন মালির নাগরিক বলে জানা গেলেও নিখোঁজ বাকিরা কোন দেশের তা জানা যায়নি।

উল্লেখ্য, গেল মে মাসে একই উপকূলে অপর এক নৌকাডুবির ঘটনায় নিহত ৬৫ জনের মধ্যে ৩৭ জন ছিলেন বাংলাদেশি নাগরিক।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি