বর্ণবাদী বক্তব্য ছুঁড়লেন ট্রাম্প
প্রকাশিত : ১১:০৭, ১৫ জুলাই ২০১৯ | আপডেট: ১৩:৩৮, ১৫ জুলাই ২০১৯

মার্কিন কৃষ্ণাঙ্গ নারী কংগ্রেস সদস্যদের প্রতি বর্ণবাদী বক্তব্য ছুঁড়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
রোববার পরপর তিনটি টুইট বার্তায় ট্রাম্প বলেন, এসব নারী সদস্যরা যে দেশের বংশদ্ভুত, সেগুলোর রাজনৈতিক অবস্থা বেশ খারাপ। তাই যুক্তরাষ্ট্র ছেড়ে সেসব দেশে ফিরে কাজ করার পরামর্শ দেন তিনি।
সরাসরি উল্লেখ না করলেও ট্রাম্প এসব কথা কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কারটেজ, ইলহান ওমর এবং আয়ান্না প্রেসলির দিকেই ছুঁড়েছেন বলে ধারণা করছে রয়টার্স।
এদিকে, বিষয়টি নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি কৃষ্ণাঙ্গ এই নারী কংগ্রেস সদস্যরা।