ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

বর্ণবাদী বক্তব্যে তোপের মুখে ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ১৬ জুলাই ২০১৯ | আপডেট: ০৯:১৩, ১৬ জুলাই ২০১৯

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নারী কংগ্রেস সদস্যদের প্রতি বর্ণবাদী বক্তব্যে তোপের মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বর্ণবাদের শিকার কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেস, রাশিদা তালিব, আইয়ানা প্রেসলি ও ইলহান ওমর ঘটনার প্রতিবাদে সোমবার সংবাদ সম্মেলন করেছেন।

ম্যাসাসুয়েটসের কংগ্রেসওমেন আইয়ানা প্রেসলি বলেন, ট্রাম্প দুর্বল প্রশাসন এবং অসুস্থ সংস্কৃতি লালন করেন। তার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন প্রেসলি।

এ সময় মিশিগানের ইলহান ওমর এবং মিনেসোটার রাশিদা তালিব ট্রাম্পের অপসারণ দাবি করেন। এদিকে, টুইটগুলো বর্ণবাদী নয় বলে দাবি করেছেন ট্রাম্প।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি