ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ইরাকে সন্ত্রাসীর গুলিতে তুরস্কের কূটনীতিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ১৭ জুলাই ২০১৯

ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় তুরস্কের কূটনৈতিক নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরের হামলায় সন্ত্রাসী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) চালিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়।

জানা যায়, ইরাকে তুরস্কের উপকনসাল জেনারেল ইরবিল হামলায় নিহত হয়েছেন। একটি আগ্নেয়াস্ত্র দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি ইরবিলের তুর্কি কনস্যুলেটের একদল কর্মকর্তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে সেখানকার উপকনসাল জেনারেল নিহত হয়েছেন।

ইরবিলের রেস্তোরাঁয় কনস্যুলেট কর্মকর্তাদের নিশানা করে সন্ত্রাসী হামলায় তুরস্কের এই ভাইস-কনসাল নিহত হয়েছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের কূটনীতিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় পিকেকের নাম রয়েছে। ১৯৮০ এর দশক থেকে তারা তুরস্কে স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে।

সূত্র: আনাদুলু এজেন্সি

এমএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি