জাপানে অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিসংযোগ, নিহত ২৩
প্রকাশিত : ১৫:৪১, ১৮ জুলাই ২০১৯
জাপানের কিওটোতে একটি অ্যানিমেশন স্টুডিওতে সন্দেহভাজন অগ্নিসংযোগের ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু লোক। এছাড়া, এখনও আরও অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার সকালে কিওটো অ্যানিমেশন কোম্পানির স্টুডিওতে এক ব্যক্তি গোপনে প্রবেশ করে কোন অজানা এক ধরণের তরল পদার্থ স্প্রে করে আগুন জ্বালিয়ে দেয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে তিন তলা ভবনে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ ছুরিও পেয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে বিস্ফোরণের শব্দের সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায় এবং পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
সন্দেহভাজন ব্যক্তিকে এখনও শনাক্ত করা যায়নি, তবে তাকে আটক করা হয়েছে এবং তার শরীরে চোট থাকায় হাসপাতালে নেয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্ক কী- সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
জাপানের বেশকিছু জনপ্রিয় অ্যানিমেশন শো নির্মাণ করেছে ১৯৮১ সালে নির্মিত হওয়া এই স্টুডিওটি। অগ্নিকাণ্ডের ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই তাদের শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন