ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল আনলেন জনসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল এনে ব্রেক্সিটপন্থিদের জায়গা করে দিলেন নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী থেরেসা মে’র মন্ত্রিসভার অনেককেই বহাল রাখা হয়েছে।

নতুন চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানী বংশোদ্ভুত সাজিদ জাভিদ। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন প্রিতি প্যাটেল। বরিস জনসনের প্রতিদ্বন্দ্বী পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের স্থলাভিষিক্ত হচ্ছেন ডমিনিক র‌্যাব আর প্রতিরক্ষামন্ত্রী পেনি মরড্যান্টের স্থলে যাচ্ছেন বেন ওয়ালেস। 

এদিকে বরিস জনসনের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। প্রধানমন্ত্রী গড়িবহর আটকে, পার্লামেন্টের সামনে এমনকি ডাউনিং স্ট্রিটের বাসভবনের সামনেও বিক্ষোভ করেছেন ব্রেক্সিট বিরোধীরা। বরিস জনসনকে বর্ণবাদী বলেও আখ্যায়িত করেছেন অনেকে। বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরাও।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি