‘ভিয়েনা বৈঠক গঠনমূলক হয়েছে’
প্রকাশিত : ০৮:৫২, ২৯ জুলাই ২০১৯
ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর বৈঠকে এ সমঝোতা রক্ষা করতে প্রচেষ্টা জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়া অংশগ্রহণ করে এবং এর সমাপনী ঘোষণায় এ কথা জানানো হয়।
এ বৈঠককে গঠনমূলক বলে আখ্যায়িত করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তবে তিনি এও বলেছেন যে, এ বৈঠকে গঠনমূলক হলেও এ কথা বলার সুযোগ নেই যে, বৈঠকে সব সমস্যার সমাধান হয়ে গেছে।
তিনি ভিয়েনা বৈঠকে শেষে সাংবাদিকদের বলেন, ব্রিটিশ সরকার জিব্রাল্টার প্রণালীতে ইরানের তেল ট্যাংকার আটক করে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে। ভিয়েনা বৈঠকে এ বিষয়টি নিয়েও গঠনমূলক আলোচনা হয়েছে বলে তিনি জানান। বৈঠকে সব সমস্যার সমাধান না হলেও ইরানকে অনেকগুলো প্রতিশ্রুতি দেয়া হয়েছে বলে আরাকচি উল্লেখ করেন।
ইরানকে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইরান যতদিন আর্থিক সুবিধা না পাবে ততদিন এ সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার নীতিতে অটল থাকবে বলে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক উপ-প্রধান হেলগা শ্মিড সভাপতিত্ব করেন এবং বৈঠক শেষে সমাপনী ঘোষণা পড়ে শোনান।
ওই ঘোষণায় বলা হয়, বৈঠকে পরমাণু কর্মসূচি পরিচালনায় ইরানের প্রতিশ্রুতি এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে প্রতিশ্রুতি পাশ্চাত্যের পক্ষ থেকে দেয়া হয়েছিল তা নিয়ে আলোচনা হয়েছে।
ঘোষণায় আরো বলা হয়, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় পরমাণু সমঝোতা রক্ষাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।
বৈঠকে মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের জন্য বিশেষ ব্যবস্থা- ইন্সটেক্স নিয়েও আলোচনা হয়েছে। এ সম্পর্কে হেলগা শ্মিড জানান, বর্তমানে ইইউ’র সবগুলো দেশের জন্য ইন্সটেক্স’র সদস্য হওয়ার সুযোগ রাখা হয়েছে এবং এরইমধ্যে বেশ কিছু দেশ এটির শেয়ারহোল্ডার হয়েছে।
ভিয়েনা বৈঠক থেকে ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজরদারি করার জন্য আগের মতো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে একমাত্র বৈধ প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, পরমাণু সমঝোতা নিয়ে শিগগিরই সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় বলা হয়েছে, কোনও এক পক্ষ এ সমঝোতা লঙ্ঘন করলে প্রতিপক্ষের আহ্বানে সংশ্লিষ্ট সবগুলো দেশ বৈঠকে বসে উদ্ভূত পরিস্থিতির সমাধান করবে। ইরান সম্প্রতি পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখার পর ইউরোপের একাধিক দেশ এ বৈঠকে বসার দাবি জানিয়েছিল। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গতকাল অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন।
বৈঠকের অবকাশে আব্বাস আরাকচি ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক উপ-প্রধান হেলগা শ্মিডের পাশাপাশি চীন ও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন।
সূত্র: পার্সটুডে
আরও পড়ুন