ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

পারস্য উপসাগরে জোট: মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল জার্মানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ৩১ জুলাই ২০১৯

পারস্য উপসাগরে কথিত ‘ইরানি-হুমকি’ প্রতিহত করার জন্য গত কিছুদিন ধরে যুক্তরাষ্ট্র একটি সামরিক জোট গঠনের চেষ্টা করছে। আর তাই গতকাল মঙ্গলবার এ ব্যাপারে ওয়াশিংটন বার্লিনকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়।

কিন্তু জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিবৃতিটি প্রকাশ করেছে রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক।

সম্প্রতি হরমুজ প্রণালী থেকে ব্রিটেনের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ জব্দ করে ইরান। এর আগে ইরানের একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে ব্রিটেন। তেলবাহী ট্যাংকার জব্দ করার পর ব্রিটেন দাবি করে, ইরানের ট্যাংকারটি তেল নিয়ে সিরিয়ার দিকে যাচ্ছিল। সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে সেটি জব্দ করা হয়েছে। তবে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হয়ে এই কাজ করেছে ব্রিটেন। এছাড়া ব্রিটেনের পতাকাবাহী জাহাজটি আইন মেনেই জব্দ করা হয়েছে বলে দাবি ইরানের।

সূত্র: পার্সটুডে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি