ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

রাজা রামমোহনের বাড়িতে চুরি, প্রশ্নের মুখে প্রশাসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ৩১ জুলাই ২০১৯

বাংলার নবজাগরণের পুরোধা রাজা রামমোহন রায়ের কলকাতার বাড়িতে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। খোয়া গেছে পাঁচটি জানলার সবকটি পিতলের হাতল। ঐতিহাসিক ওই বাড়িতে রয়েছে রামমোহনের ব্যবহৃত বহুমূল্যবান সামগ্রী। তবে কলকাতার অন্যতম দর্শনীয় এ বাড়িতে সিসিটিভি কেন নেই? প্রশাসনের প্রতি উঠছে এমন প্রশ্ন।

কলকাতার রাজা রামমোহন সরণির ৮৫/ এ নম্বর বাড়িটি। সতীদাহ প্রথার রদ করে নারীসমাজের ত্রাতা হয়েছিলেন রাজা রামমোহন। আর সেই বাড়িতেই এবার চুরির ঘটনা! বহু ইতিহাসের সাক্ষী ওই বাড়িকে ঘিরে রয়েছে লড়াই ও সংগ্রামের কাহিনী। ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে রামমোহন রায়ের সেই লড়াইয়ের কাহিনির স্মৃতি ধরে রেখেছে বাড়িটি। পরতে পরতে রয়েছে বাংলার নবজাগরণের পুরোধা রাজা রামমোহন রায়ের পদধ্বনি। 

১৮১৫ সালে ফ্রান্সিস মেন্ডেসের কাছ থেকে বাড়িটি ১৩ হাজার টাকা দিয়ে কিনেছিলেন রামমোহন। পরে ওই বাড়িতেই বসত ব্রাহ্ম সমাজের বৈঠক। রাজা রামমোহনের উপস্থিতিতে অনুষ্ঠিত সেই সভায় আসতেন সেই সময়কার বাঘা বাঘা সব বাঙালি। রামমোহনের দুই ছেলে রাধাপ্রসাদ ও রমাপ্রসাদ থাকতেন বাড়িতে। 

এদিকে রামমোহনের বাড়িতে চুরির ঘটনায় উদ্বেগে ইতিহাসবিদরা। বাড়ির মিউজিয়ামে রয়েছে রাজা রামমোহনের নানা ব্যবহৃত বহু সামগ্রী। চোরেরা সেসব না নিলেও আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঐতিহাসিক দলিল দস্তাবেজ রয়েছে বাসভবনে। অমূল্য সামগ্রী থাকলেও নেই কোন সিসিটিভি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। 

তবে কী ঐতিহাসিক বাড়িটি সরকারি নিয়ন্ত্রণাধীন না থাকায় অবহেলিত? অবহেলিত এর ইতিহাস? প্রশ্নটা বেশ জোরালোভাবেই উঠছে।

এনএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি