ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

দুই রাষ্ট্রের প্রধান বাধা ইসরাইল: ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ১ আগস্ট ২০১৯

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মো. ইস্তায়াহ বলেছেন, বছরের পর বছর ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব চলে আসছে। কিন্তু ইসরাইলের একগুঁয়েমির কারণেই দুই রাষ্ট্রভিত্তিক সমাধান আলোর মুখ দেখেনি।

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, এজন্য প্রধান বাধা হলো ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। যার ফলে ফিলিস্তিনিরা বর্তমানে সবচেয়ে খারাপ সময় পার করছে। যারা সমাধানে এগিয়ে আসার কথা, তারা কেউ কোনো পদক্ষেপই নিচ্ছেনা বলে মন্তব্য করেন তিনি। 

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের এমন আগ্রাসনের প্রতিবাদ না করে বরং তাদের আরও উস্কে দিচ্ছে। যা ফিলিস্তিনিদের জন্য চরম অন্যায় ও অবিচার। 
তিনি বলেন, ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়ে একের পর এক অবৈধ ইহুদি বসতি গড়ে তুলছে। এক্ষেত্রে কোনো আন্তর্জাতিক আইন মানা হচ্ছেনা। 

এর আগে গত ২৫ জুলাই ইসরাইলের এমন আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে সবধরনের চুক্তি বাতিলের ঘোষণা দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। চলতি মাসে জেরুজালেমের শহরতলীতে বহু ঘরবাড়ি উচ্ছেদ করে দেয়ার প্রেক্ষিতে এ চুক্তি বাতিলের ঘোষণা দেন তিনি। 

আই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি