‘পরিস্থিতি অস্থিতিশীল করতেই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সামরিক জোট’
প্রকাশিত : ০৮:২৯, ২ আগস্ট ২০১৯ | আপডেট: ০৮:৩০, ২ আগস্ট ২০১৯
ইরানের ওপর আরো বেশি চাপ সৃষ্টি করা এবং পারস্য উপসাগরীয় এলাকার পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছে রাশিয়া। এ ক্ষেত্রে হরমুজ প্রণালীর নিরাপত্তার দোহাই দেয়া হচ্ছে বলে মনে করে মস্কো।
বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোয় এক সংবাদ ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, পারস্য উপসাগরীয় এলাকায় যা ঘটছে তা খুবই বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে এবং বিশাল আকারের সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে।
তিনি বলেন, রাশিয়া বিশ্বাস করে পরিস্থিতি তাঁতিয়ে তোলার জন্য যুক্তরাষ্ট্র চেষ্টা করছে, ইরানকে নিয়ে তারা আগ্রাসী বক্তব্য দিয়েই চলেছে এবং সংঘাতটাকে তারা আরো বেশি সক্রিয় পর্যায়ে নিতে চাইছে।
জাখারোভা সুস্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক জোট সৃষ্টি করে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে যে টহলের ব্যবস্থা করতে চাইছে তা একটি ত্রুটিপূর্ণ পদক্ষেপ।
সূত্র: পার্সটুডে
আরও পড়ুন