ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীনা পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ কর আরোপ যুক্তরাষ্ট্রের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

যুক্তরাষ্টের বাজারে আমদানি হওয়া চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ কর আরোপ করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে এ কর আরোপ করা হচ্ছে।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, চীন থেকে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এসব পণ্যে ১০ শতাংশ কর আরোপের কথা জানান তিনি। 

এছাড়া, চীনের বাজারে মার্কিন কৃষিপণ্য প্রবেশ না করায় বেশ সমালোচনাও করেন মার্কিন প্রেসিডেন্ট।  

দুই দেশের আলোচনার কয়েক দিনের মধ্যেই এমন ঘোষণা দিলেন ট্রাম্প। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে বৈঠকের পর বলেছিলেন, তিনি বাড়তি শুল্ক আরোপ স্থগিত রাখবেন।    
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি