ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

৩৭০ ধারা বাতিল: কী করবে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ৬ আগস্ট ২০১৯

জম্মু-কাশ্মীরের মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে ভারতের পার্লামেন্ট। সোমবার এ ধারা অবলুপ্তি ঘোষণার পরই পাকিস্তান জানিয়ে দিল এই বেআইনি কাজ ঠেকাতে তারা সব রকম চেষ্টা করবে৷ কিন্তু কি সেই চেষ্টা, বলছেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞরা৷

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এমন সিদ্ধান্তের পর পাকিস্তান চুপ করে বসে থাকবে না৷ তবে প্রথমেই সরাসরি যুদ্ধের পথে হাঁটবে না পাকিস্তান৷ তারা ভারতের এই সিদ্ধান্তের বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যেতে পারে, ভারতের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে৷

এছাড়া নিরাপত্তা পরিষদে বোঝানোর চেষ্টা করা হবে, জম্মু-কাশ্মীর নিয়ে ভারত যে পদক্ষেপ নিয়েছে, তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়মের পরিপন্থী৷

বিশেজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করতে সীমান্তে আরও সমস্যা তৈরি করতে পারে পাকিস্তান৷ অশান্তি সৃষ্টি করতে পারে৷ তাছাড়া জম্মু-কাশ্মীরের আন্দোলনকারীদের মদত দিতে পারে পাকিস্তান৷ যাতে অভ্যন্তরীণ গণ্ডগোল তীব্র করা যায়৷ যদিও পাকিস্তান ইতিমধ্যেই জানিয়েছে, কাশ্মীরের রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক বিকাশের জন্য তারা লড়াই চালিয়ে যাবে।

এদিকে, ইতিমধ্যেই ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য চিন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রকে বিষয়টি জানিয়েছে৷

এছাড়া আজ মঙ্গলবার বিষয়টি নিয়ে পাক সংসদের যৌথ অধিবেশনে আলোচনার সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান। ভারতের ৩৭০ ও ৩৫এ ধারা বাতিলের প্রক্রিয়া কিভাবে ঠেকানো যায় তা নিয়ে এদিন আলোচনা হতে পারে৷ আইনি পদক্ষেপ নেওয়া যায় কি না, সেই দিকটি নিয়েও আলোচনা করতে পারে পাকিস্তান৷


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি