ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওহাইও অঙ্গরাজ্যে বন্দুক হামলায় হতাহতদের দেখতে গেলে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গেল রোববার টেক্সাসের এলপাসো আর ওহাইও অঙ্গরাজ্যের ডেটন শহরে বন্দুকধারীর গুলিতে ৩১ জন নিহত হয়েছেন। হামলার তিনদিন পর স্থানীয় সময় বুধবার হতাহতদের সমবেদনা জানাতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় ট্রাম্পকে।

এসময় বিক্ষোভকারীরা ট্রাম্পের বর্ণবাদী বক্তব্য আর অভিবাসীদের নিয়ে বিদ্বেষপূর্ণ মনোভাবের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তবে এ সময় কোনও সাংবাদিকের মুখোমুখি হননি ট্রাম্প। পরে এক টুইট বার্তায় সফর ভালো হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি