ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ফের যুদ্ধবিমানের পাইলট হচ্ছেন সেই অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ৯ আগস্ট ২০১৯

সুখবর পেলেন পাকিস্তানের গুলিতে ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন বর্তমান। শিগগিরই আবারও বিমানের ককপিটে চড়তে পারবেন তিনি। পাকিস্তান থেকে ভারতে ফেরার পর তার যে মেডিকেল টেস্ট হয়েছিল সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এই উইং কমান্ডার।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মেডিকেল টেস্টে উত্তীর্ণ হওয়ায় আবারও যুদ্ধবিমান চালানোর অনুমতি পাবেন অভিনন্দন। ইতিমধ্যেই ফিটনেস-টেস্টিং সংস্থা বেঙ্গালুরুভিত্তিক ইনস্টিটিউট অফ অ্যারোস্পেস মেডিসিন অভিনন্দনকে ছাড়পত্র দিয়েছে। তবে তার আগে ফের একটি কোর্স করতে হবে অভিনন্দনকে।

ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, অনেকদিন ধরেই যুদ্ধবিমান চালানো হয়নি অভিনন্দনের। এতো দীর্ঘ বিরতির পর একজন পাইলটের পক্ষে যুদ্ধবিমান চালানোটা বিপজ্জনক। তাই নিয়ম অনুযায়ী, অভিনন্দনকেও একটি কোর্স করতে হবে। তা সম্পূর্ণ হলেই বিমানবাহিনীতে আবার নিয়মিত হতে পারবেন অভিনন্দন।

এর আগে তিনি জানিয়েছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই উইং কমান্ডার অভিনন্দন তার আসল কর্মক্ষেত্রে ফিরতে পারবেন।
বর্তমানে রাজস্থানের ফ্রন্টলাইন এয়ারবেসে কর্মরত রয়েছেন অভিনন্দন। পাক কারাগার থেকে ফেরার পর তাকে শ্রীনগর এয়ারবেসে পোস্ট করা হয়েছিল। কিন্তু সুরক্ষার হুমকির কারণে উপত্যকা থেকে সরিয়ে নিয়ে রাজস্থানের ফ্রন্টলাইন এয়ারবেসে পাঠানো হয় তাকে।

প্রসঙ্গত চলতি বছরের গত ২৭ ফেব্রুয়ারি মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েন অভিনন্দন। পাকসেনারা তার সেই বিমান ভূপাতিত করলে প্যারাস্যুটে করে তিনি পাক ভূমিতে নামেন। স্থানীয় জনতার রোষানল থেকে উদ্ধার করে তাকে হেফাজতে নিয়ে যান পাকসেনারা।

দীর্ঘ ৫৮ ঘণ্টা পাক কারাগারে অবস্থানের পর শুক্রবার রাত ৯টা ২১ মিনিটে তাকে ভারতের হাতে সমর্পণ করেন পাকিস্তানি রেঞ্জার্সরা।

সূত্র: এনডিটিভি 

আই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি