ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ভারতের পতাকা হাতে তসলিমার স্বাধীনতা দিবস উদ্‌যাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ১৫ আগস্ট ২০১৯ | আপডেট: ১৬:৩০, ১৫ আগস্ট ২০১৯

ভারতের স্বাধীনতা দিবসে বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে সেই দেশের পতাকা হাতে নিয়ে দিবসটি উদযাপন করতে দেখা গেছে। বর্তমানে তিনি সেই দেশের বসাবাস করছেন। ১৯৪৭ সালের ১৪ এবং ১৫ আগস্ট ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামের দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়।দিবসটি যাথাযথভাবে উদযাপন করছে দেশটি।
 

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তসলিমা লিখেছেন, '১৬ই ডিসেম্বর এলে ছোটবেলায় বাড়ির ছাদে পতাকা ওড়াতাম। পাকিস্তানি শাসকের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা। সে পতাকা ছিল সবুজ, সবুজের ভেতর লাল সূর্য। আজ ১৫ আগস্ট সকালে বাড়ির ছাদে পতাকা ওড়ালাম। ব্রিটিশের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা।'

'আমরা কি স্বাধীনতার মূল্য বুঝি? অধিকাংশই তো বুঝিনা। আমাদের দিশি শাসকেরা সেই শাসকদেরই অনুকরণ করেন, যাদের বিরুদ্ধে আমরা একসময় যুদ্ধ করেছিলাম। তারপরও স্বাধীনতার পতাকা ওড়াও। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে যে যার ঝাণ্ডা ওড়াও।'

উল্লেখ্য, এর আগে গত ৮ আগস্ট এক পোস্টে তসলিমা লিখেছিলেন, '৮ আগস্ট, ১৯৯৪। আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। আজ ৮ আগস্ট ২০১৯। মাঝখানে ২৫ বছর চলে গেছে। আমি এখনও দেশহীন, গৃহহীন।'

 

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি