ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেনের হোটেলে আগ্নিকাণ্ডে ৮ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ১৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ইউক্রেনের বন্দর নগরী ওদেসায় টোকিও স্টার হোটেলে শনিবার আগুন লেগে আট জনের প্রাণহানি হয়েছে। এতে আরও ১০ জন আহত হয়েছেন। আগুন লাগার ঘন্টা তিনেকের মধ্যেই অগ্নিনির্বাপক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।

ওদেসা কর্তৃপক্ষ বলছে, ওই এলাকা থেকে প্রায় দেড়শো লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। আগুন লাগার কারণ জানতে এবং আগুন নিরাপত্তা আইন লংঘন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ ফৌজদারী তদন্ত শুরু করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণে ওদেসার অবস্থান। কৃষ্ণসাগর তীরবর্তী শহরটি পর্যটকদের জন্যে আকর্ষণীয় স্থান।

সূত্র: বাসস

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি