ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দাবানলে পুড়ছে আমাজন বন, বড় বিপর্যয়ের আশঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ২৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ভয়াবহ আকার নিয়েছে পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বনের দাবানল। দুই হাজার ৭০০ মাইল দূরের সাও পাওলো শহরও ঢেকে আছে ধোঁয়ায়।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমাজনের রেইনফরেস্ট জ্বলছে। দাবানলের বিষয়টি সরকার গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এমনকি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

বোলসোনারো আগুনের জন্য উল্টো পরিবেশবাদীদের দায়ী করেছেন। প্রেসিডেন্টের দাবি, পরিবেশ বিষয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ ব্যাপক হারে কমিয়ে দেয়ায় তারাই ষড়যন্ত্রমূলকভাবে আগুন লাগিয়ে দিতে পারে।

আমাজন বনের আগুনকে আন্তর্জাতিক সংকট বলে উল্লেখ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আমাজন বনের আগুন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এক টুইট করেছেন। বলেন, আমাদের ঘর পুড়ছে যা পুরো বিশ্বের অক্সিজেনের ২০ শতাংশ যোগান দেয়। আগামী জি ৭ সম্মেলনে তিনি এটিকে প্রথম এজেন্ডা হিসেবে উল্লেখ করবেন বলেও জানান।

ব্রাজিলের স্পেচ রিসার্চ সেন্টার জানিয়েছে, সাম্প্রতিককালে এই নিয়ে ৭২ হাজার ৮৪৩ বার আগুন লেগেছে আমাজনের জঙ্গলে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি