ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারত বোকার স্বর্গে বাস করছে: পাকিস্তানের প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ২৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সম্প্রতি ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়। আর এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে উত্তেজনা চলছে।  কাশ্মীর নিয়ে ভারতের ওই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে চলেছে পাকিস্তান। এবার ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। ভারত আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন তিনি। 

একটি কানাডিয়ান -আমেরিকান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।  ওই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে আগুনের সঙ্গে খেলা করছে ভারত।  তিনি বলেন, ভারত বোকার স্বর্গে বাস করছে। 

কাশ্মীর ইস্য়ু সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, কাশ্মীর ইস্যু নিয়ে বহুদিন ধরেই আন্তর্জাতিক স্তরে আলোচনা হচ্ছে।  তাঁর অভিযোগ, ভারত মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিধানকে অমান্য করে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়েছে।

তিনি বলেন, বারবার কাশ্মীর ইস্যুতে সরব হবে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চে বারবার এই ইস্যুতে কথা তুলবে পাকিস্তান। জাতিসংঘের মানবাধিকার কমিশনেরও দ্বারস্থ হচ্ছে পাকিস্তান। এই ইস্যুতে পাকিস্তানও চুপ করে বসে থাকবে না। 

সূত্র : ওয়ান ইন্ডিয়া

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি