ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

কাশ্মীর নিয়ে ইমরান খানকে সৌদি যুবরাজের বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ২৭ আগস্ট ২০১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর নিয়ে চলমান সংকটে তৃতীয়বারের মতো সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন ।

সোমবার রাতে সৌদি যুবরাজের সঙ্গে ইমরান খান টেলিফোনে কথা বলেন।

ইমরান খান ফোনালাপে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি  এবং  এ বিষয়ে পাকিস্তানের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা সৌদি যুবরাজকে অবহিত করেন।

তবে কাশ্মীর ইস্যুতে সৌদি আরব এখন পর্যন্ত সরাসরি পাকিস্তানের পক্ষাবলম্বন না করলে ভারতকেও সমর্থন জানায়নি।

এদিকে কাশ্মীর নিয়ে ভারত সরকারের এমন একতরফা সিদ্ধান্তের বিষয়ে সহযোগীতা চেয়ে শুরুতেই সৌদি যুবরাজের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেছিলেন।

তবে ভারত-পাকিস্তান উভয় দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করায় কাশ্মীর নিয়ে সৌদি আরবের অবস্থান এখনও স্পষ্ট নয়।

কাশ্মীর ইস্যুতে আরব দেশগুলোর ভারতের পক্ষাবলম্বন নিয়ে মুসলিম বিশ্বে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এদিকে এখন পর্যন্ত সৌদি আরব এ বিষয়ে কোনো নিন্দা, প্রতিবাদ বা উদ্বেগ প্রকাশ না করায় কাশ্মীরি জনগণের পাশাপাশি মুসলিম বিশ্বে এক ধরনের আক্ষেপ রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট নরেন্দ্র মোদি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা (ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ) বাতিল করে দিয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে।

তথ্যসূত্র: ডন

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি