ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

পাক ও চীনা সেনাপ্রধানের বৈঠক, চিন্তিত ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ২৭ আগস্ট ২০১৯ | আপডেট: ২৩:৪৭, ২৭ আগস্ট ২০১৯

চলমান কাশ্মীর পরিস্থিতি নিয়ে একান্ত বৈঠক করেছেন প্রতিবেশী পাকিস্তান ও চীনের সেনাপ্রধান। সোমবার পাক সেনাবাহিনীর সদরদপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এদিকে এ বৈঠক নিয়ে চিন্তিত হয়ে পড়েছে পাকিস্তানের চির বৈরি দেশ ভারত।

এদিন আইএসপিআর জানায়, পাকিস্তান সফররত চীনা সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল সু কিলিয়াং পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে একান্ত বৈঠকে চলমান কাশ্মীর পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।

এসময় কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি সর্বাত্মক সমর্থন দেয়ায় চীনকে ধন্যবাদ জানান পাক সেনাপ্রধান। এর জবাবে পাকিস্তানকে ‘সময়ের পরিক্রমায় উত্তীর্ণ ও পরীক্ষিত বন্ধু’ বলে উল্লেখ করেন চীনা সেনাপ্রধান সু কিলিয়াং।

এদিকে, পাকিস্তান ও চীনের শীর্ষ দুই সেনা কর্মকর্তার এ বৈঠকে সই হয় দু'দেশের মধ্যে একটি সামরিক সমঝোতা স্মারকও। এর আওতায় পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা করবে চীন। সূত্র-ডন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি