ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

অক্টোবরেই ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪০, ২৮ আগস্ট ২০১৯ | আপডেট: ১৮:৪৪, ২৮ আগস্ট ২০১৯

আগামী অক্টোবরেই ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের রেল মন্ত্রী শেখ রসিদ আহমেদ। বুধবার (২৮ আগস্ট) তিনি ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে এই ভবিষ্যদ্বাণী করেন।

পাকিস্তানের রেলমন্ত্রী জানান, ‘ অচিরেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগবে। আর এটি অক্টোবর বা পরবর্তী মাসেই শুরু হতে পারে।'

এদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর কমান্ডো মোতায়েন করেছে পাকিস্তান।

তবে পাকিস্তানের প্রায় ১০০ এসএসজি কমান্ডোর গতিবিধি নজরে আসতে তাদের উপর কড়া নজরদারি চালাচ্ছে ভারত। কী কারণে কমান্ডো মোতায়েন করল পাকিস্তান, তা নিয়ে ভারতীয় সেনাদের অভ্যন্তরে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।

এদিকে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ও পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণায় ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এজন্য উভয় দেশের মধ্যে যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ভারতের জন্য পাকিস্তানের আকাশ পথ চিরতরে বন্ধ করার বিষয়েও চিন্তা-ভাবনা করছে ইসলামাবাদ।

তথ্যসূত্র: এএনআই

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি