ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

আগামী মাস থেকে ‘নিষিদ্ধ হচ্ছে ৬টি প্লাস্টিক পণ্য’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ২৯ আগস্ট ২০১৯

ভারতে অক্টোবর মাস থেকে ছয়টি প্লাস্টিকজাত পণ্যের উৎপাদন, ব্যবহার ও আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। বিশ্বের সবচেয়ে দূষিত এলাকার তালিকায় থাকা ভারতের শহর ও গ্রামগুলো থেকে ‘ওয়ান-টাইম’ প্লাস্টিকপণ্য তুলে দিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা।

২০২২ সালের মধ্যে প্লাস্টিকমুক্ত দেশ গড়ার ঘোষণা দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে এ পণ্যগুলো নিষিদ্ধে শুরু হওয়া অভিযানের উদ্বোধন করতে যাচ্ছেন বলে দুই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা পণ্যগুলো হচ্ছে- প্লাস্টিকের ব্যাগ, স্ট্র, প্লেট, ছোট বোতল, কাপ ও শ্যাম্পুর মতো পণ্যের ছোট প্যাকেট। “পণ্যগুলোর উৎপাদন, ব্যবহার এবং আমদানিও বিস্তৃত এ নিষেধাজ্ঞার আওতায় থাকছে,” বলেছেন এক কর্মকর্তা।

ভারতের পরিবেশ ও গৃহায়ন মন্ত্রণালয় এ অভিযানে নেতৃত্ব দেবে। রয়টার্স এ বিষয়ে তাদের মন্তব্য জানতে চেয়ে ইমেইল পাঠালেও মন্ত্রণালয় দুটির কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।

১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের ভাষণে মোদী দেশকে ‘ওয়ান-টাইম’ প্লাস্টিকপণ্য মুক্ত করতে ২ অক্টোবর ‘বড় পদক্ষেপ’ নিতে ভারতের জনগণ ও সরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন। প্লাস্টিক পণ্যের দূষণ, বিশেষ করে সমুদ্রে এর প্রভাব নিয়ে বিশ্বজুড়েই উদ্বেগ বাড়ছে।

গবেষণা বলছে, ‘ওয়ান-টাইম’ প্লাস্টিকজাত পণ্যের প্রায় ৫০ শতাংশই সমুদ্রে গিয়ে পৌঁছাচ্ছে। ধ্বংস করছে সামুদ্রিক জীবনব্যবস্থা, ঢুকে পড়ছে মানুষের খাদ্য-শৃঙ্খলেও। ইউরোপীয় ইউনিয়ন ২০২১ সালের মধ্যে প্লাস্টিকজাত স্ট্র, ফর্ক, ছুরি ও কটন বাডের মতো পণ্য নিষিদ্ধের পরিকল্পনা করছে।

চীনের বাণিজ্যিক হাব সাংহাই ধারাবাহিকভাবে ক্যাটারিং শিল্পে ‘ওয়ান-টাইম’ প্লাস্টিক পণ্যের পরিমাণ কমিয়ে আনছে; দেশটির হাইনান প্রদেশ ২০২৫ সালের মধ্যে ‘ওয়ান-টাইম’ প্লাস্টিক পণ্য পুরোপুরি অপসারণেরও প্রতিশ্রুতি দিয়েছে। ভারতে বছরে এক কোটি ৪০ লাখ টন প্লাস্টিক লাগে; অক্টোবর থেকে ৬টি পণ্য নিষিদ্ধ হলে তা দেশটির মোট প্লাস্টিক ব্যবহারের পরিমাণ ৫ থেকে ১০ শতাংশ কমিয়ে আনবে বলে ধারণা এক কর্মকর্তার।

কর্মকর্তারা জানান, জনসাধারণকে বিকল্প ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে প্রাথমিকভাবে ছয়মাস নিষেধাজ্ঞা লংঘনে কোনো ধরনের শাস্তি বা জরিমানার বিধান থাকছে না। দেশটির বেশকিছু রাজ্যে এখনি পলিথিন ব্যাগের ব্যবহারে নিষেধাজ্ঞা আছে।

নরেন্দ্র মোদীর সরকার পরিবেশের ক্ষেত্রে প্লাস্টিক পণ্যের ওপর কঠোর এবং কেবলমাত্র পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিকপণ্য ব্যবহারে উৎসাহ যোগানোর পরিকল্পনা করছে।

সরকার ই-কমার্স কোম্পানিগুলোকে প্লাস্টিক প্যাকেজিং থেকে সরে আসতে নির্দেশ দিতে পারে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। ভারতে ব্যবহৃত প্লাস্টিকের প্রায় ৪০ শতাংশই এ প্যাকেজিং থেকে আসে, বলছেন তারা।

 টিআর/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি