ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘ডোরিয়ান’র তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বাহামায় নিহত ৫ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১০:১৩, ৩ সেপ্টেম্বর ২০১৯

যুক্তরাষ্ট্রের বাহামায় ঘূর্ণিঝড় ‘ডোরিয়ানের’ তাণ্ডবে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাহামার প্রধানমন্ত্রী হুবার্ট মিন্নিসের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

বাহামার প্রধানমন্ত্রী বলেন, আমরা এক ঐতিহাসিক ট্রাজেডির মধ্যে রয়েছি। তবে ৫ জনের মৃত্যুর খবর জানালেও বিস্তারিত কিছু জানাতে পারেননি মিন্নিস।

আটলান্টিকের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী সামুদ্রিক ঝড় ‘ডোরিয়ান’। ক্যাটাগরি ৫ মাত্রার এ হারিকেনের ফলে ঘণ্টায় ২৭০ কিলোমিটার বেগে ঝড়ের আঘাতে হাজার হাজার ঘরবাড়ির ছাদ উড়ে গেছে। এছাড়া, ২৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে এটি ক্যাটাগরি ৪ মাত্রায় ফ্লোরিডার দিকে এগিয়ে যাচ্ছে।

এক সপ্তাহ ধরে ঝড়টি বিভিন্ন সময়ে তার গতিপথ পরিবর্তন করেছে। প্রথমে ঝড়ের আঘাতস্থল পুয়োর্তে রিকোর কথা বলা হলেও পরে তা পরিবর্তন হয়ে যায়। ধীরগতির এ হারিকেন প্রতিনিয়ত গতিপথ পরিবর্তনের পাশাপাশি শক্তি বাড়িয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি