ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে নিজ পরিবারের ৫ জনকে হত্যা করল কিশোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১০:৫৮, ৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের আলাবামায় ১৪ বছর বয়সী এক কিশোরের গুলিতে নিহত হয়েছেন তার নিজ পরিবারের পাঁচ সদস্য। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। খবর দ্য নিউইয়র্ক টাইমস’র।

পরিবারের সবাইকে হত্যা করার পর পুলিশের কাছে ধরা পড়ে ওই কিশোর। পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে ওই কিশোর জানায়, সে নিজের পরিবারের সবাইকে গুলি করে হত্যা করেছে৷

নিহতরা হলেন- ওই কিশোরের বাবা জন সিস্ক (৩৮), সৎ মা মেরি সিস্ক (৩৫), ৬ বছর বয়সী ভাই, ৫ বছর বয়সী বোন ও ৬ মাস বয়সী ভাই। তবে ঠিক কী কারণে তাদের হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, কিশোরের গুলিতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসাপাতালে মারা যায় আরো দুইজন। তদন্তকারীদের কাছে ইতোমধ্যে পরিবারের সদস্যদের খুনের দায় ওই কিশোর স্বীকার করেছে বলে জানায় পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি