ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে অ্যাম্বার রুডের পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড। যুক্তরাজ্যে অভিবাসীদের দেশত্যাগে কোটা সংরক্ষণ বিষয়ে সরকার কর্তৃক গঠিত কমিটিতে অসাবধানতাবশত ভুলের কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি।

এক চিঠিতে কনজারভেটিভ হুইপকে চাকরি ও অবসরভাতা বিষয়ক মন্ত্রী অ্যাম্বার রুড জানান, মডারেট কনজারভেটিভরা যেখানে দায়িত্বে নেই সেখানে তিনি থাকতে পারেন না।

অ্যাম্বার রুড বলেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে চুক্তি নিয়ে বের হয়ে যাওয়ার বিষয়টি সরকারের মূল উদ্দেশ্য না। তার দাবি, মঙ্গলবার ২১ জন টরি এমপিকে বরখাস্ত করা গণতন্ত্র ও শিষ্টাচার বহির্ভূত।

এদিকে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাম্বারের মতো প্রতিভাবান একজন মন্ত্রীর পদত্যাগে তারা হতাশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি