ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তালেবানের সঙ্গে শান্তিচুক্তি বাতিল করলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আফগান যুদ্ধ নিরসনে সশস্ত্র গোষ্ঠী তালেবানের সঙ্গে হতে যাওয়া শান্তিচুক্তি বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে তালেবানের সঙ্গে কোনও ধরনের সমঝোতা না করারও হুমকি দেন তিনি।

রোববার ক্যাম্প ডেভিডে তালেবান নেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিল ট্রাম্পের। কিন্তু কাবুলে তালেবান হামলায় এক মার্কিন সেনা নিহত হওয়ায় শান্তিচুক্তি বাতিলের এ ঘোষণ দিন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জানান, কাবুলে তালেবানের হামলায় এক মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ক্যাম্প ডেভিডে হতে যাওয়া বৈঠক বাতিল করেছেন তিনি। সেইসঙ্গে কোনও ধরনের সমঝোতা হবে না বলেও জানান ট্রাম্প।

দীর্ঘ ১৮ বছর ধরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সঙ্গে তালেবান গোষ্ঠীর যে যুদ্ধ, তা নিরসনে গেল জুন থেকেই আলোচনা চলছে দুই পক্ষের। তারই ধারাবাহিকতায় তালেবানদের সঙ্গে শান্তি চুক্তি হওয়ার কথা ছিল।

চুক্তির অংশ হিসেবে ২০ সপ্তাহের মধ্যে ৫ হাজার ৪০০ সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি