মুম্বাইয়ের কাছে তৈরি হচ্ছে আটক কেন্দ্র
প্রকাশিত : ১০:২৯, ৯ সেপ্টেম্বর ২০১৯
মুম্বাইয়ের কাছে অবৈধ অনুপ্রবেশকারী ও অভিবাসীদের জন্য ডিটেনশন সেন্টার অর্থাৎ আটক কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছে ভারত সরকার।
এজন্য জমি চেয়ে রাজ্যের পরিকল্পনা কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে।
কয়েকমাস পরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন, এমন সময় মুম্বাইয়ে অবৈধ বাংলাদেশিদের বসবাস এবং কাজ করার অভিযোগ তুলেছেন শিবসেনা অরবিন্দ সাওয়ান্ত। মহারাষ্ট্র থেকে বাংলাদেশিদের তাড়াতে মুম্বাইয়েও এনআরসির মতো পদক্ষেপ চান বলে জানান তিনি।
এর আগে, নির্বাচনী প্রচারণার সময় দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উইপোকা বলে মন্তব্য করেন। সম্প্রতি আবারও তিনি জানান, অবৈধ অনুপ্রবেশকারীকে দেশের কোথাও থাকতে দেয়া হবে না।
আরও পড়ুন