ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সৌদিতে হামলায় ইরানকে দায়ী করল যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ১৫ সেপ্টেম্বর ২০১৯

সৌদি আরবে দুটি তেল উত্তোলনকারী কারখানায় ড্রোন হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শনিবার রাতে এক টুইট বার্তায় এমন দাবি করেন তিনি।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করলেও পম্পেও দাবি মানতে নারাজ। তার মতে, হামলার ঘটনায় ইরান জড়িত। 

শনিবার স্থানীয় সময় ভোর ৪টায় সৌদি আরবে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল উৎপাদনকারী দুটি স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় আগুন লেগে যায়। পরে শিল্পাঞ্চল নিরাপত্তা বাহিনী কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় বিশ্ব বাজারে তেলের দামে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি