হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর হামলা, নিহত ১
প্রকাশিত : ১০:৪৩, ২০ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১০:৪৪, ২০ সেপ্টেম্বর ২০১৯
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রাস্তায় পথচারীদের উপর গুলি চালিয়েছ বন্দুকধারী। এ হামলায় একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৬ জন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
বৃহস্পতিবার রাতে বন্দুকহামলার এ ঘটনা ঘটে। হোয়াইট হাউসের কাছেই ওই গুলি চালনার ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলি ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সের ছবি টুইটারে পোস্ট করেছে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ এখনও কোনও সন্দেহভাজনকে গ্রেফতার করতে পারেনি এবং গুলি চালানোর উদ্দেশ্য কী তাও জানা যায়নি।
মেট্রোপলিটন পুলিশ কমান্ডার স্টুয়ার্ট ইমারম্যান বলেন, গোয়েন্দারা প্রত্যক্ষদর্শীদের বয়ান নিচ্ছেন এবং ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছেন।
আরও পড়ুন