কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে উদগ্রীব হয়ে আছি: ট্রাম্প
প্রকাশিত : ০৯:২১, ২৪ সেপ্টেম্বর ২০১৯
বরাবরের মতো এবারও সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের দিন হিউস্টনের মহাসমাবেশে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়া ট্রাম্প, বিপরীত কথা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠবে বসে। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করতেও ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট।
সোমবার পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর, আবারো কাশ্মীর প্রশ্নে মধ্যস্থতার প্রস্তাব দিলেন ট্রাম্প। বলেন, কাশ্মীর ইস্যু সমাধানে মধ্যস্থতা করতে উদগ্রীব হয়ে আছেন তিনি।
এতে কাশ্মীর ইস্যুতে তৃতীয়বারের মতো হস্থক্ষেপ করলেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্থানকে সন্ত্রাসবাদের ঘাঁটি বলায় তার সমালোচনাও করেন মার্কিন প্রেসিডেন্ট।
গত রোববার রাতে হাউডি মোদি-সমাবেশে মোদিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্ধু আখ্যা দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতের জন্য অসাধারণ কাজ করছেন মোদি।
এর আগে, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, কাশ্মীর নিয়ে মোদিই তাকে মধ্যস্থ হওয়ার অনুরোধ জানিয়েছেন। ভারত তার প্রতিবাদ করে জানায় কাশ্মীর দ্বিপাক্ষিক সমস্যা।
আরও পড়ুন