যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমান বিধ্বস্ত, নিহত ৭
প্রকাশিত : ০৯:৫০, ৩ অক্টোবর ২০১৯ | আপডেট: ০৯:৫৪, ৩ অক্টোবর ২০১৯
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
বুধবার স্থানীয় সময় সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ব্রেডলি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ওই বিমানটি বিধ্বস্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ওই বোমারু বিমানটিতে ১৩ জন আরোহী ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
বিমানটি উড্ডয়ন হওয়ার ১০ মিনিট পরেই কন্ট্রোল রুমকে জানানো হয় যে, তারা কিছু সমস্যায় পড়েছেন। এরপরেই বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কানেক্টিকাটের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তা জেমস রোভেলা বলেন, বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। আগুনে দগ্ধ হতাহত লোকজনকে শনাক্ত করা খুব কঠিন কাজ। এ বিষয়ে আমরা কোনও ভুল করতে চাই না।
আরও পড়ুন