ইরাকে সরকারবিরোধী বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২৭
প্রকাশিত : ১৩:১১, ৪ অক্টোবর ২০১৯
ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ।
বৃহস্পতিবার কারফিউ উপেক্ষা করে দেশটির রাজধানী বাগদাদের তায়ারান স্কয়ারে অন্তত ৪ হাজার মানুষ জড়ো হয়। এসময় পুলিশ টিয়ার শেল ও গুলি ছুঁড়ে।
এছাড়া বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন। দেশের বেশিরভাগ জায়গাতেই বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সেবা।
চাকরির সংকট, নিম্নমানের সরকারি সেবা এবং দুর্নীতির বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এক বছর আগে দেশটির প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি ক্ষমতা গ্রহণের পর এটাই সবচেয়ে বড় বিক্ষোভ।
আরও পড়ুন