ড্রাগন আর হাতির নাচে মিলবে চীন-ভারত: জিনপিং
প্রকাশিত : ০৮:৫৫, ১৩ অক্টোবর ২০১৯
দু’দিনের সফরে ভারতের আতিথেয়তায় মুগ্ধ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার তিনি বলেন, সমস্ত বিভেদ ভুলে দুই দেশের উচিত একে অন্যের সুযোগসুবিধার দিকে দৃষ্টি রাখা। এতে দুই দেশেরই লাভ। দুই দেশ একই সঙ্গে উন্নতির পথে এগিয়ে যেতে পারবে। এবং এই মিলমিশ ধরে রাখতে হবে সমস্ত দৃষ্টিকোণ থেকেই। খবর এনডিটিভি’র।
চীনের প্রেসিডেন্ট বলেন, মনে রাখতে হবে দুটি দেশ একে অন্যের প্রতিবেশি। পড়শি যদি সুজন হয় তাহলে উপকার দুই পক্ষেরই। একই সঙ্গে একে অন্যের প্রতি বিশ্বাস ও আস্থা ধরে রাখার কথাও বলেন তিনি।
দু’দিনের সফর শেষে দেশে ফেরার পর এক বিবৃতিতে জিনপিং আরও জানান, এই সফর ফলপ্রসূ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকে দুই দেশের আর্থিক উন্নয়ন, বাণিজ্যের অগ্রগতি নিয়েও কথা বলেছেন তিনি।
দুই দেশের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ড্রাগন আর হাতির নাচ দুই দেশের সংস্কৃতির অঙ্গ। এই সংস্কৃতিই একমাত্র মেলাতে পারে দুই দেশকে।
আরও পড়ুন