ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

পাকিস্তান সফরে যাচ্ছেন এরদোগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ১৪ অক্টোবর ২০১৯

পাকিস্তান সফরে যাচ্ছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। আগামী ২৩ (বুধবার) অক্টোবর এ সফরে যাচ্ছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ সফরের এজেন্ডায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি পূর্ণ সমর্থন থাকবে এরদোগানের।

গত শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোনে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। পরে গণমাধ্যমকে তিনি বলেছেন, চলতি মাসের শেষ দিকে এরদোগান পাকিস্তান সফরে আসছেন।

পাক প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানা গেছে, ইমরান খান টেলিফোনে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাম্প্রতিক উন্নয়ন নিয়ে কথা বলেন। আরও বলেন, সন্ত্রাসবাদ বিষয়ে তুরস্কের উদ্বেগের বিষয়ে পাকিস্তান উপলব্ধি করতে সক্ষম। সন্ত্রাসবাদের শিকার হয়ে তুরস্কে ৪০ হাজার মানুষ নিহতের ঘটনায় পাকিস্তান অবগত।

পাক প্রধানমন্ত্রী বলেন, তুরস্কের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন থাকবে। সিরিয়া পরিস্থিতিতে তুরস্ক যেন সফলতার সঙ্গে মোকাবিলা করতে পারে সে প্রার্থনা করি।

তুর্কি প্রেসিডেন্টের সফর বিষয়ে ইমরান খান জানান, তার সরকার এবং জনগণ তুর্কি প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানাবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি