ঢাকা, বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫

তিউনিশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে কায়িস সাঈদ এগিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৭, ১৪ অক্টোবর ২০১৯

তিউনিশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী কায়িস সাঈদ। ভোট ফেরত সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে তিনি ৭০ শতাংশের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। তার প্রেসিডেন্ট হওয়ার খবরে হতাশা দেখা দিয়েছে ইসরাইলপন্থীদের।

কায়িস সাঈদের সাফল্যে ইসরাইলের সঙ্গে তিউনিশিয়ার সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া ভেস্তে যেতে চলেছে বলে খবর পাওয়া গেছে। কারণ কায়িস সাঈদ মনে করেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক করার অর্থ হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। তিনি এ ধরণের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন।

কায়িস সাঈদ এর আগে বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয় বরং ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে।

এ কারণে যারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করছে এবারের নির্বাচন তাদের জন্য চপেটাঘাত হিসেবে গণ্য করা হচ্ছে।

২০১১ সালের গণআন্দোলনের পর প্রথম অবাধে নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছিলেন বেজি সাইদ। তার মৃত্যুর পর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছেন কায়িস সাঈদ। কায়িস সাঈদ হচ্ছেন আইনের প্রফেসর, তিনি অরাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি