রাস্তা থেকে ছিটকে ৭০ ফুট নিচে নদীতে বাস, নিহত ১৭
প্রকাশিত : ১২:১৪, ৪ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৭:১১, ৪ নভেম্বর ২০১৯
নেপালে পাহাড়ি রাস্তায় চলার পথে সাঙ্কোসি নদীতে যাত্রীবাহী বাস পড়ে ৭ শিশুসহ অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক আরোহী আহত হয়েছেন।
সোমবার দেশটির পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে।
রোববার বাসটি সিন্ধুপালচৌক জেলা থেকে রাজধানী কাঠমান্ডু আসার পথে নিয়ন্ত্রণ হারালে ওই হতাহতের ঘটনা ঘটে। বাসটি রাস্তা থেকে প্রায় ২০ মিটার (৭০ ফুট) নিচের নদীতে পড়ে তলিয়ে যায়।
জেলার কর্মকর্তা গোমা দেবি সেমজং এর বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানায়, যাত্রীতে পরিপূর্ণ বাসটি পাহাড়ি রাস্তায় চলার পথে সিটকে নদীতে পড়ে যায়। এতে ১৭ জনের প্রাণহানি হয়। এ সময় চালকসহ আহত হন আরও প্রায় ৫০ জন। আহতদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার কবলে পড়া বাসটির আরও কয়েকজন যাত্রী নদীতে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গোমা দেবি চেমজং বলেন, কতজন নিখোঁজ রয়েছে তা এখনও নিশ্চিত নয় কেননা বাসটিতে কতজন যাত্রী ছিল তার কোনও রেকর্ড নেই।
উল্লেখ্য, প্রতি বছর পাহাড়ি এ দেশটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে এবং বহু হতাহতের ঘটনা ঘটে। গত মাসেও নদীতে একটি বাস ডুবে ১১ জন নিহত এবং শতাধিক আহত হন।
একে//
আরও পড়ুন