ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাগদাদির স্ত্রীকেও আটকের খবর দিলেন তুর্কি প্রেসিডেন্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ৬ নভেম্বর ২০১৯

জঙ্গি সংগঠন আইএস এর প্রধান বাগদাদি নিহত হওয়ার পর তার বোনকে আটকের খবর পাওয়া গেছে। এবার বাগদাদির স্ত্রীকেও আটকের খবর জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তিনি বলেছেন, তারা জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশের সাবেক প্রধান আবু বকর আল-বাগদাদির স্ত্রী, বোন এবং বোনের স্বামীকে আটক করেছেন। 

তিনি আজ (বুধবার) রাজধানী আঙ্কারায় এক ভাষণে এ তথ্য জানান।

বাগদাদি নিহত হওয়ার পর আমেরিকা কৃতিত্ব দাবি করে যে প্রচার চালাচ্ছে সেটার সমালোচনা করে তিনি বলেন, বাগদাদি সুড়ঙ্গের ভেতর আত্মহত্যা করেছে, কিন্তু হোয়াইট হাউস এ নিয়ে ব্যাপক লাফালাফি শুরু করেছে। কিন্তু আমরা তাদেরকে আটক করার পরও কোনো লাফালাফি করিনি।

বাগদাদির স্ত্রীকে কোথায় আটক করা হয়েছে তা এরদোগান উল্লেখ করেন নি। তবে তার বোন ও বোন জামাইকে সিরিয়া থেকে আটক করা হয়েছে বলে জানান তুর্কি প্রেসিডেন্ট।

২৭ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তাদের বিশেষ বাহিনী সিরিয়ার ইদলিবে অভিযান চালিয়ে আইএস'র প্রধান বাগদাদিকে হত্যা করেছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি