ট্রাম্পকে সরাতে গণশুনানি আগামী সপ্তাহে
প্রকাশিত : ১৪:২১, ৭ নভেম্বর ২০১৯
মার্কিন প্রেসিডেন্ট পদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে সরাতে আগামী সপ্তাহে গণশুনানি শুরু করতে যাচ্ছে কংগ্রেসনাল ডেমোক্র্যাটস।
সম্প্রতি ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ও সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করে ট্রাম্প। ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত বিল টেইলরের বক্তব্যেও ট্রাম্পের জড়িত থাকার প্রমাণ মেলে।
এমনকি ইউক্রেনে প্রায় ৪০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তাও না দেয়ার হুমকি দেন ট্রাম্প। এ নিয়ে ব্যাপক সমালোচনা ও নিন্দার মুখে পড়েন। তার অভিশংসনের প্রক্রিয়া শুরু করে ডেমোক্র্যাটরা।
হাউজ ইন্টেলিজেন্স কমিটি জানায়, প্রথম দফায় স্টেট ডিপার্টমেন্টের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর ধারাবাহিকভাবে বাকি প্রক্রিয়া চলবে।
একে//
আরও পড়ুন