ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ড্রোন প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দাবি ইরানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৩, ২৪ নভেম্বর ২০১৯

ইরানি ড্রোন

ইরানি ড্রোন

ড্রোন প্রযুক্তি উৎপাদনের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি। রোববার (২৪ নভেম্বর) ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ দাবি করেন। 

ইরানি এ কমান্ডার বলেন, শত্রুর যে কোনও হুমকি মোকাবেলা করার জন্য দেশের সশস্ত্র বাহিনীর সমস্ত শাখাকে হার্ডওয়ার সরবরাহ করবে স্থলবাহিনী।

হায়দারি বলেন, দ্রুতগতিতে যুদ্ধ অভিযানে নামার জন্য ইরানের সামরিক বাহিনীকে অস্ত্রসজ্জিত করা হয়েছে। ইরানের সামরিক বাহিনীকে যে ড্রোন দেয়া হয়েছে তা অত্যন্ত কার্যকরী বলে তিনি মন্তব্য করেন।

এর আগে, ইরানের সামরিক বাহিনীর কাছে এরইমধ্যে হস্তচালিত ফরপাদ ড্রোন দেয়া হয়েছে বলেই জানিয়েছিলেন জেনারেল কিউমার্স হায়দারি। সূত্র- পার্সটুডে

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি