ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মহারাষ্ট্রে আস্থাভোট বুধবার, সরাসরি সম্প্রচারের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ২৬ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৪:৪৪, ২৬ নভেম্বর ২০১৯

ভারতের মহারাষ্ট্রে আস্থা ভোটের মাধ্যমে নিজের সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ সরকারকে। এ আস্থা ভোট করতে হবে আগামীকাল বুধবারই।

মঙ্গলবার বিজেপি বিরোধী জোটের সঙ্গে একমত হয়ে এ নির্দেশ দিল দেশটির সুপ্রিম কোর্টের ৩ সদস্যের বেঞ্চ।

সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়েছে, আস্থা ভোটে যাতে কোনও গোপনীয়তা না থাকে তার জন্য গোপন ব্যালটে ভোট নেওয়া যাবে না। ভোটাভুটি  সরাসরি সম্প্রচার করতে হবে। 

আদালত বলেছে, বুধবার সন্ধ্যার মধ্যে ওই আস্থা ভোট সম্পন্ন করতে হবে। নতুন বিধায়করা স্থানীয় সময় বিকাল ৫ টার মধ্যে শপথ নেবেন এবং এর পরেই আস্থা ভোট হবে।

আদালত আরও বলেছে, আস্থা ভোটে অবশ্যই ভিডিওগ্রাফ করতে হবে এবং এর সভাপতিত্ব করবেন অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী।

এর আগে গত শনিবার যেভাবে সে রাজ্যে ফড়নবিশ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন। তার বিরুদ্ধে রাজ্যপালের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি